ইরান-ইসরায়েল যুদ্ধের দামামা

ইরান-ইসরায়েল যুদ্ধের দামামা

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। একে অপরের লক্ষ্যবস্তুতে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েলের হামলায় সিরিয়া সরকারের পক্ষে যুদ্ধরত ইরানি সেনা নিহতের ঘটনা ঘটেছে। ইরান ও সিরিয়া একে সরাসরি আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে। সব মিলিয়ে দেশদুটির মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। খবর বিবিসি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার রাতভর এসব হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। গোলান মালভূমিতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে ইরানের সেনারা অন্তত ২০টি রকেট হামলা চালায়। এর জবাবে ইসরায়েলও সিরিয়ায় হামলা চালিয়েছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছে, যার মধ্যে ১৮ জন ইরানি সেনা ও ৫ জন সিরিয়ার সরকারি বাহিনীর সদস্য। সিরিয়ান অবজারভেটরি নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। যদিও সিরিয়ার সরকার জানিয়েছে, তাদের ৩ সেনা নিহত হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment