কালীগঞ্জে সাংবাদিকদের সাথে ঝিনাইদহ তথ্য অফিসের প্রেস ব্রিফিং

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে ঝিনাইদহ তথ্য অফিসের প্রেস ব্রিফিং
রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেছেন, সমাজের অবহেলিত ছিন্নমুল পিছিয়ে পড়া গোষ্টিকে এগিয়ে নিতে হবে। সরকার হতদরিদ্র শিশু সহ অসহায় মানুষের কর্ম দক্ষতা বাড়াতে নানান কাজের প্রশিক্ষন দিচ্ছে। সরকারের এসব কর্মকান্ড সাংবাদিকদের লেখনির মাধ্যমে তুলে ধরে সকলকেঅবহিত করতে হবে। তিনি বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সকল উন্নয়ন কার্যক্রমের সাফল্য ও অর্জন সম্পর্কে জানাতে  প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য তুলে ধরেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যাদব সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (আইসিটি শাখা ও ট্রেজারী) সুপ্রভাত চাকমা, সহকারী জেলা তথ্য অফিসার এসকে ইমরান মেহেদী শাহ আলম প্রমুখ। এ সময় স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকালের জামির হোসেন, নবচিত্রের উপদেষ্টা সম্পাদক মোস্তফা জলিল ও মানবকন্ঠের শাহাজান আলী বিপাশ প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment