মুস্তাফিজের ফেরার ম্যাচেই মুম্বাইয়ের বিদায়

মুস্তাফিজুর রহমান মুম্বাইয়ের হয়ে প্রথম ছয় ম্যাচে মাঠে নামেন। এরপরের সাত ম্যাচ বেঞ্চ গরম করেন তিনি। হারলে বিদায় আর জিতলে প্লে অফ প্রায় নিশ্চিত এমন ম্যাচে দলে ফেরেন মুস্তাফিজ। কিন্তু তার ফেরাটা ভালো হলো না। দল ১১ রানে হেরে আইপিএলের চলতি আসর থেকে বিদায় নিয়েছে।

দিল্লির ৪ উইকেটে ১৭৪ রান তাড়া করতে নেমে ১৬৩ রানে শেষ হয় মুম্বাইয়ের ইনিংস। কাঁধের চোটের কারণে এ ম্যাচে ম্যাকক্নেনেঘানের জায়গায় দলে ফেরেন ফিজ। এছাড়া দিল্লির কিছুটা ভেজা পিচে মুস্তাফিজের থেকে দারুণ কিছু আশা করেছিল মুম্বাই। নিজের প্রথম দুই ওভার দারুণ বলও করেন ফিজ। দুই ওভারে দেন মাত্র ১০ রান। কিন্তু শেষ দুই ওভারে রান আটকাতে না পারায় ৪ ওভারে ৩৪ রান দাঁড়ায় ফিজের।

দিল্লির ৪ উইকেটে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই প্রথম ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৮ রান তোলে। ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মা ৪৩ রানের জুঁটি গড়েন। কিন্তু রোহিত ১৩ রানে ও হার্দিক ২৭  রানে ফিরে গেলে মুম্বাইয়ের ম্যাচ হাত ছাড়া হয়ে যায়।

শেষ ৩ ওভারে ৩৮ রান দরকার ছিল মুম্বাইয়ের।  বেন কাটিংয়ের শেষের দিকে ভালো ব্যাটিংয়ে ১৮তম ওভারে ১৫ রান আসে। এরপর ১২ বলে দরকার ছিল ২৩ রান। কিন্তু ১৯তম ওভারে ৫ রানের বেশি নিতে পারেনি দলটি। শেষ ওভারে ১৮ রান তোলার কঠিন সমীকরণ দাঁড়ায় মুম্বাইয়ের সামনে। কাটিং প্রথম বলে ছক্কা মেরে আশা দেখান। কিন্তু ৩৭ রান করে পরের বলেই ফিরে যান। মুম্বাইও পরের বলে অলআউট হয়ে যায়।

দিল্লির এই জয় তাদের প্লে অফের পথে কোন অবদান রাখেনি। কিন্তু বিদায় করে দিয়েছে মুম্বাইকে। জমিয়ে তুলেছে রাজস্থান এবং পাঞ্জাবের শেষ চারে যাওয়ার লড়াইও। এর আগে প্লে অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।

বিষয় : খেলা ক্রিকেট আইপিএল

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment