রাজশাহীর বাঘায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীর জরিমানা আদায়

মোঃ আখতার রহমান,ব্যুরো প্রধান, রাজশাহী ঃ

রাজশাহীর বাঘায়
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চলমান দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রনসহ
ভেজালমুক্ত খাবার সরবরাহ্ধসঢ়; কার্যক্রম অব্যহত রয়েছে। সেই কার্যক্রমের
আওতায় গত সোমবার (২৮/০৫/২০১৮) বিকেলে তিন ব্যবসায়ীর ২২ হাজার
টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী
ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) যোবায়ের হোসেন
আদালত পরিচালনা করেন এবং এ রায় কার্যকর করেন।

সুত্রে জানা গেছে, এ বছর রমজানকে সামনে রেখে বাঘা উপজেলা
প্রশাসনের পক্ষ থেকে রোজার আগে বিভিন্ন পন্যের বাজার স্থিতিশীল
রাখা সহ ভ্যাজাল মুক্ত খাবার সরবরাহের জন্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাঘায়
মাইকিং করানো হয়। এরপর প্রথম রোজা থেকে চলতে থাকে বাজার
মনিটরিং। এ সব মনিটরিং এ পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা
করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও সহকারি কমিশনার
(ভূমি) যোবায়ের হোসেন।
সর্বশেষ সোমবার বিকেলে উপজেলা সদরের তিন ব্যবসা প্রতিষ্ঠানে
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ভুমি যোবায়ের
হোসেন। তিনি ভেজাল খাবার পরিবেশন এবং অনুমোদনবিহীন খাবার
তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে একজন বিস্কুট ফ্যাক্টারী
মালিক কে ২০ হাজার এবং অপর দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে
সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করেন। আদায়কৃত অর্থ
সরকারী কোষাগারে জমা হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী
ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) যোবায়ের হোসেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
এর স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল হানানা ও বাঘা
থানার পুলিশ ফোর্স। ##

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment