দোহারে অবৈধ দোকানঘর উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান ।

 

দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহার উপজেলায় অবৈধ দোকান-ঘর নির্মানের সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান হয়েছে।এতে উপজেলা সহকারি(ভুমি)কমিমনার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন ঊচ্ছেদ অভিযানে হুশিয়ারি উচ্চারন করে সবাইকে সতর্ক করেন।
গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারি(ভুমি)কমিমনার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন, উপজেলার রতন স্বাধীনতা চত্তর সংলগ্ন পৌরসভা কতৃক শশানঘাটের নির্মানাধীন রাস্তার পাশে ফুট হকারদের অবৈধ দোকানঘর উচ্ছেদ অভিযানের প্রথমদিনে দুই দিনের আল্টিমেটাম দিয়ে সবাইকে দোকানঘর সরাতে সতর্ক করেন।এ সময়ে ফুট হকাররা নিয়মিত কর পরিশোধের মাধ্যমে অস্থায়ীভিত্তিতে দোকানঘর করার অনুমতি প্রার্থনা করেন।


জানা যায়,দোহার পৌরসভা কতৃক উপজেলার রতন স্বাধীনতা চত্তর সংলগ্ন পৌরসভার নির্মানাধীন শশানঘাট ও মন্দিরের রাস্তার গভীরে ২৬ ফিটের পয়নিস্কায়ন পদ্ধতি নির্মান করে উপরে চলাচলের রাস্তা তৈরী করা হয়।সেখানে ২৬ ফিটের জায়গায় ১৫ ফিট রাস্তার জন্য রেখে বাকি ১১ ফিট রাস্তার উপর অস্থায়ী দোকানঘর নির্মানের একটি রেজুলেশন করেন পৌরসভা।সেখানে অস্থায়ী ভিত্তিত্বে ফুট হকারদের জন্য বসার নীতিমালা করা হয়।এই সংবাদ পেয়ে ফুট হকারগন যে যার মত করে দোকানঘর নির্মান করতে থাকেন।পরবর্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি(ভুমি)কমিশনার সালমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ দোকানঘর নির্মানকারীদের সতর্ক করেন এবং তা দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন।

Sony Rangs

এ বিষয়ে দোহার পৌরসভার কমিশনার আদিল শিকদার জানান,নীতিমালার বাইরে কেউ অবৈধ দোকানঘর বসাতে পারবে না।অবৈধ দোকানঘর বসালে তা পৌরসভা প্রশাসন গুড়িয়ে দেবে।
এ বিষয়ে পৌরসভার নির্বাহি প্রকৌশলী মশিউর রহমান জানান,রেজুলেশন ছিলো শশানঘাট ও মন্দিরের রাস্তায় হিন্দুদের সুবিদার্থে গুটি কয়েক অস্থায়ী দোকান বরাদ্ধ করবে পৌরসভা।কিন্তু এখন তা প্রতিযোগিতায় রুপ নিয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারি(ভুমি)কমিমনার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন জানান,কোন অস্থায়ী অবৈধ দোকানঘর বসতে দেওয়া হবে না।প্রয়োজনে উচ্ছেদ অভিযান চলবে।
দোহার,ঢাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment