খাল দখল করে পাকা মার্কেট নির্মান

দোহারে খাল দখল করে পাকা মার্কেট নির্মানদোহার(ঢাকা)প্রতিনিধি:দোহার উপজেলায় খাল দখল করে পাকা মার্কেট নির্মান করছে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি।
স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার মেঘুলা বাজার সংলগ্ন পদ্মার শাখা উত্তর শিমুলিয়া খালের ভিতর পাকা স্থাপনা করে মার্কেট নির্মান করছে
স্থানীয় প্রভাবশালীরা।
শেখ মুক্তার উদ্দিন গং।খাল দখল হয়ে যাওয়ার কারনে একদিকে পরিবেশের ভারসাম্যের ক্ষতি হচ্ছে,অন্যদিকে খালের পানিতে টয়লেটসহ ময়লা আবর্জনার
বর্জ্য ফেলে খালটিকে দূষিত করে ফেলছে।অনুসন্ধানীতে আরোও দেখা যায়,খালের অনেক জায়গা দখল করে অনেকে আধা-পাকা প্রায় ৩০টির উর্ধে
দোকান নির্মানের প্রতিযোগীতায় নেমেছে।এতে খাল দখলের প্রতিযোগীতায় যে কোন সময় দখলদাররা বড় কোন ধরনের সংঘষে জড়াতে পারে বলে
মন্তব্য করেছেন স্থানীয়রা।তারা আরোও জানান এক সময় সরাসরি পদ্মার নদীর শাখা খাল হিসাবে উত্তর শিমুলিয়া খালটি খুবই পরিচিত ছিল।এই খাল
দিয়ে বড় বড় গয়নার নৌকা আড়িয়াঁল বিল পাড়ি দিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাট,ফতুল্লা ও নারায়নগঞ্জ হাট-বাজারে বিভিন্ন
কৃষিপন্য ও খাদ্য সামগ্রী বহন করত।
এ বিষয়ে খাল দখল করে পাকা মার্কেট নির্মানকারী শেখ মুক্তার এর ছোট ভাই লোকমান বলেন উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে
নিয়মতান্ত্রিকভাবে মার্কেট নির্মান করা হচ্ছে।
এ বিষয়ে নারিশা ইউনিয়নের চেয়ারম্যান মো.সালাউদ্দিন দরানী জানান,দীর্ঘদিন যাবৎ খালের পাড়ে দোকান পাট দেখছি।তাছাড়া কাগজ পত্র না
দেখে কিছুই বলতে পারবো না।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমিন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,দখলের বিষয়টি আমার জানা ছিল
না।আমি দ্রত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
(চলবে)
মাহবুবুর রহমান টিপু
দোহার,ঢাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment