কচুয়ার পালাখাল উবিতে মেধাবী শিক্ষার্থীদের ট্যালেন্টপুলে বৃত্তি প্রদান

মো: মাসুদ রানা,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥

কচুয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যালেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। ১ জুলাই রবিবার সকালে উপজেলা পালাখাল উচ্চ বিদ্যালয়ে সভাকক্ষে ৪৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহীদ উল্যাহ পাটওয়ারী। এসময় প্রধান শিক্ষক মো: শহীদ উল্যাহ পাটওয়ারী বলেন- কচুয়া উপজেলার মধ্যে পালাখাল উচ্চ বিদ্যালয় সেরা ফলাফল অর্জন করে আসছে। বিদ্যালয় থেকে মেধাবী শিক্ষার্থীরা ট্যালেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তি পাচ্ছে। বিদ্যালয়টি বাংলাদেশের মধ্যে সেরা মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সুপরিচিত অর্জন করবে। শিক্ষকদের শ্রেনী কক্ষে নিয়মিত পাঠদান,আদায় ও অভিভাবকদের দিক নির্দেশনায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এই বিদ্যালয়টি ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখতে পারে তাই সবা সহযোহিতা করার জন্র আহ্বান জানান তিনি। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্যালেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তি অর্জন করায় সরকারি ভাবে তাদের ৪৭ জনের মাঝে মোট প্রাপ্য টাকা প্রায় ১লক্ষ ৫৩ হাজার ৩শ ৬৫ বৃত্তির টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাওলানা মো: মিজানুর রহমান,শিক্ষক নবীর হোসেন,সৌরদেব,সুজন চৌধুরী,অভিভাবক সদস্য জসিম উদ্দিন প্রধান প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment