নওগাঁয় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

বিকাশ চন্দ্র প্রা, স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

মঙ্গলবার দিনগত রাতে জেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে সদর মডেল থানায় ৯জন, আত্রাইয়ে ৩ জন, রানীনগরে ৩জন, মান্দায় ৪জন, মহাদেবপুরে ৩জন, বদলগাছীতে ২জন, ধামইরহাটে ৩জন, পতœীতলায় ৭জন, সাপাহারে ২জন, পোরশায় ১জন এবং নিয়ামতপুরে ১ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের আওতায় মাদকসেবী ও ক্রেতা-বিক্রেতাকে গ্রেফতার করা হয়। অপরদিকে জেলা ডিবি পুলিশের একটি চৌকষ দল মাদক বিরোধী অভিযান চালিয়ে জেলার ধামইরহাট উপজেলার নাজগ্রাম থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা জিয়াউর রহমান ভুট্টু (৪০) কে গ্রেফতার করেছে। ভুট্টু উপজেলার ইসবপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment