ফটিকছড়ি পৌরসভার বাজেট ঘোষণা

 মোস্তাফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভার ১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠান ৮ জুলাই পৌরসভার হল রুমে অনুষ্ঠিত হয়। মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন, মাস্টার ইসমাইল হোসেন ভাণ্ডারী, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আবুল কালাম, ফটিকছড়ি পৌরসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ ইউছুপ, বিবিরহাট বাজারের সাবেক সভাপতি মোহাম্মদ বজলুর রহিম, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। ২০১৮-২০১৯ অর্থ বছরে বিএমডিএফ প্রকল্পে ৩ কোটি টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো প্রকল্পে ৫ কোটি টাকা বরাদ্দ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন মেয়র ইসমাইল হোসেন। তিনি ২০১৮-১৯ অর্থ বছরে পৌরসভার নিজস্ব তহবিলের আওতায় ২ কোটি টাকার এবং উন্নয়ন সহয়তা তহবিলের আওতায় প্রকল্পের বরাদ্দসহ ১১ কোটি টাকার বিভিন্ন অবকাঠামো উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের পরিকল্পনা করে মোট ১৬ কোটি ৩৩ লক্ষ ৯২ হাজার ৮শ ৮৮.৫৫ টাকার বাজেট ঘোষণা করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment