মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

মিজানুর রহমান ময়মনসিংহ প্রতিনিধিঃ

রবিবার (৮ জুলাই) ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। সংঘর্ষের ঘটনায় মটরসাইকেল ও ট্রেনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে কমিউটার, যমুনা, ধলেশ্বরী ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার জহিরুল হক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আমাকে তিনি জানান, রবিবার রাত ৮ টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গামী লোকাল ট্রেনটি নগরীর মিন্টু কলেজ এলাকায় পৌঁছলে, এক মোটরসাইকেল আরোহী রাস্তা পারাপারের সময় ট্রেনের সামনে পড়ে যায়। এসময় ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলে আগুন ধরে যায় এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। তিনি আরও জানান, উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। লাইন মেরামত করতে কমপক্ষে ২/৩ ঘন্টা সময় লাগবে। ময়মনসিংহ-জামালপুর রোডের বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। উল্লেখ্য, এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment