পটুয়াখালীতে অপহরনের তিনদিন পর  তরুনী উদ্ধার ॥

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি ॥ 
পটুয়াখালীর বাউফল থেকে অপহরণের তিনদিন পরে দুমকি উপজেলা থেকে ২২ বছরের তরুনীকে উদ্ধার করেছে র‌্যাব-৮। রোববার (১৫ জুলাই) র‌্যাব-৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ উদ্ধার অভিযান পরিচালনা করে।
র‌্যাবের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ১২ জুলাই বাউফল থানা এলাকা থেকে ২২ বছরের মেয়ে নাজনীন আক্তার অপহৃত হয়। এ ঘটনায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব তাদের তৎপরতা জোরদার করে। পরে রোববার বিকেল ৫টায় দুমকি থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক মো. হাছান আলীর (সহকারী পরিচালক) নেতৃত্বে অভিযান চালিয়ে নাজনীন আক্তারকে উদ্ধার করা হয়। পরে তাকে পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment