অভিযোগের অজুহাতে জনগনকে হয়রানির অভিযোগ আদমদীঘিতে আইনশৃংখলা কমিটির মাসিক সভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আদমদীঘি উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, ভাইস চেয়ারম্যান ইউনুছ আলী, ফারহানা আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, ওসি ওয়াহেদুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার ফারুক আহমেদ, আদমদীঘি প্রেসক্লাব সভাপতি হাফিজার রহমান, সান্তাহার প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, জিল্লুর রহমান, এ্যাড, সামছুল হক প্রমূখ। সভায় আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান অভিযোগ করে জানান, থানায় দায়ের করা যে কোন অভিযোগে পেলেই তার অজুহাতে পুলিশ বিবাদীকে থানায় আটক নিয়ে রেখে হযরানী করা হয় এর অবসান প্রয়োজন। চাঁপাপুর ইউপি চেয়ারম্যান এ্যাড, সামছুল হক জানান, সড়কে ট্রাক আটকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটলে ব্যবস্থা হচ্ছেনা। এতে উদ্বেগ প্রকাশ করে তা বন্ধের আহবান জানানোসহ কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment