গলাচিপায় মাছ ধরার ট্রলার ডুবে ১ জেলে নিহত

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি ॥
পটুয়াখালীর গলাচিপায় এফভি জৈনপুরী খানকা নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে জাফর মাঝি (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে রাঙ্গাবালী উপজেলার চর হেয়ার থেকে ১০ কিলো মিটার দক্ষিনে। জাফরের বাড়ি গলাচিপা উপজেলার উত্তর চর বিশ্বাস গ্রামে।
ট্রলার মালিক চর বিশ্বাস ইউনিয়নের মোশারফ বিশ্বাস জানায়, মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের মাছে ধরে ফেরার পথে রাঙ্গাবালী উপজেলার চর হেয়ার ও চর তুফানিয়া কাছাকাছি এলে হঠাৎ ঝড় ও প্রচন্ড ঢেউ এর আঘাতে এফভি জৈনপুরী খানকা নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। ট্রালারে ১৫জন জেলে ছিল। অন্য ট্রলারে ১৪জন জেলেকে উদ্ধার করতে পারলেও জাফর মাঝে নামে এক জেলে নিখোঁজ ছিল। পরে দুপুর ১২টার দিকে জাফরের লাশ উদ্ধার করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment