সৌদির তেলবাহী জাহাজে হামলা, রফতানি স্থগিত

লোহিত সাগর দিয়ে সব ধরনের তেল রফতানি স্থগিত করেছে সৌদি আরব। এর আগে, গত বুধবার সকালে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা লোহিত সাগরের বাব আল-মানদিব প্রণালীতে সৌদি আরবের তেল বহনকারী দু’টি জাহাজে হামলা করে। এরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে এই ঘোষণা দেওয়া হয়।

এ ব্যাপারে বৃহস্পতিবার সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ এক বিবৃতিতে বলেন, তার দেশ লোহিত সাগর ও বাব আল-মানদিব প্রণালী দিয়ে সব ধরনের তেল রফতানি ও পরিবহন তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি স্পষ্ট ও বাব আল-মানদিব প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই পথে তেল রফতানি স্থগিতই থাকবে। হাউসি বিদ্রোহীদের চালানো হামলায় দু’টি জাহাজের একটিতে সামান্য ক্ষতি হয়েছে। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাশাপাশি জাহাজে থাকা তেল সাগরেও পড়েনি।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, তেলবাহী জাহাজে হামলা করা হয় ইয়েমেনের পশ্চিমে হোদায়দা বন্দর থেকে। তবে জাহাজের নাম বা কিভাবে হামলা করা হয়েছিল সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।

সূত্র: আলজাজিরা

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment