ঝিনাইদহে সঠিকভাবে জাতীয় পতাকা আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে সঠিকভাবে জাতীয় পতাকা আঁকা ও জাতীয় পতাকার তাৎপর্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পেট্টা প্রোডাক্টস এর সহযোগিতায় শনিবার দুপুরে শহরের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে বন্ধন পাঠশালা। এতে ওই বিদ্যালয়ের ১৫’শ ৪৫ জন শিক্ষার্থী ৫ টি ক্যাটাগরিতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্টা প্রোডাক্টস এর সিইও কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনন্দন পাঠশালার সভাপতি হাফিজ সুফিয়া, পেট্টা প্রোডাক্টস এর কর্মকর্তা রফিকুল ইসলাম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment