ছাতকে একাধিক গাড়ীর যন্ত্রাংশ চুরি

 হাবিবুর রহমান নাসির ছাতক,সুনামগঞ্জ:

ছাতকে একই রাতে একাধিক গাড়ীর যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলা জাউয়াবাজারে এসব চুরির ঘটনা ঘটে। চুরিকৃত যন্ত্রাংশের বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্থ মালিকরা জানিয়েছেন। জাউয়াবাজার সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকার পরও পার্কিং করা গাড়ীর যন্ত্রাংশ চুরির ঘটনা নিয়ে গাড়ী মালিকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। জানা যায, মঙ্গলবার রাতে ্ধসঢ়;্ধসঢ়; জাউয়া বাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামের মজম্মিল খানের একটি ট্রাক্টর জ্ধাসঢ়;উয়া গরুবাজরে রেখে যান। চোরেরা রাতে ্ধসঢ়;এ গাড়ীর সেলফ ডায়নামো খুলে চুুরি করে নিয়ে যায়। এদিকে একই রাতে জ্ধাসঢ়;উয়া বাজার ইউনিয়নের রাউলী গ্রামের ফয়জুুল ইসলাম মকুরর ৫টি টমটম গাড়ির ২০টি ব্যটারী চোরেরা চুরি করে নিয়ে গেছে। একেই রাতে রাউলী গ্রামের রসক আলীর বাড়ী থেকে একটি পিকআাপ গাড়ীর ২টি টায়ার খুলে চোরেরা নিয়ে গেছে। বিষয়টি জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিহিত করেছেন ক্ষতিগ্রস্থ মালিকরা।## জাউয়া সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজে প্রবাসীর ল্যাপটপ প্রদান হাবিবুর রহমান নাসির ছাতক,সুনামগঞ্জ ছাতকের জাউয়া সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজে একটি ল্যাপটপ প্রদান করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কাজী মকসুদ মিয়া। বুধবার বিকেলে জাউয়া বাজার ইউনিয়নের গনিপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী ও মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মকসুদ মিয়া স্কুল এন্ড কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষের হাতে ল্যাপটপটি তুলে দেন। এসময় সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের শিক্ষক , পরিচালনা পর্ষদ ও শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন।##

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment