জগন্নাথপুরে প্রিপেইড মিটারের রির্চাজ কার্ড নিতে গ্রাহকদের ভোগান্তি

 মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরে প্রিপেইড মিটারের রির্চাজ কার্ড নিতে গ্রাহকদের ভোগান্তিজগন্নাথপুরে বিদ্যুৎ না থাকায় প্রিপেইড মিটারের রির্চাজ কার্ড নিতে আসা লোকজন চরম ভোগান্তির শিকার হয়েছেন। বিদ্যুৎ না থাকার কারনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সেবা পাননি গ্রাহকরা। রোরবার(১৯ শে আগষ্ট) বিকাল প্রায় তিন ঘটিকার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের ভেতরে বাহিরে দেখা গেছে শতাধিক প্রিপেইড মিটারের গ্রাহকের ভীর। গ্রাহকরা জানান, বিদ্যুৎ না থাকায় প্রিপেইড মিটারের কার্ড রির্চাজ করতে পারছেন না। দুপুর ১২ টা থেকে অপেক্ষায় রয়েছেন। প্রচন্ড গরমের মধ্যে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করেও দেখা মিলছে না বিদ্যুতের। ফলে দুভোর্গে পড়েন গ্রাহকরা। কেউ কেউ ২/৩ ঘন্টা দাড়িয়ে থেকেও বিদ্যুৎ না আসায় ফিরে গেছেন। প্রিপেইড মিটার রির্চাজ করতে আসা গ্রাহক শহিদ বলেন. দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অপেক্ষায় করেও বিদ্যুৎ না আসায় প্রিপেইড মিটারের কার্ড রির্চাজ করাতে পারিনি। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা এবং সাপ্তাহিক ছুটি থাকার কারনে আগামী ২১শে আগষ্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত সুনামগঞ্জের জগন্নাথপুরে এক টানা ৫ দিন বিদ্যুৎ এর প্রিপেইড মিটারের কার্ড বিক্রি বন্ধ থাকবে তাই গ্রাহকদের বেশি ভীর। স্থানীয় বিদ্যুৎ এর প্রধান আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, জগন্নাথপুর-সিলেটে সংযোগ লাইনে বিদ্যুতের ৩৩ হাজার কেভিতে ক্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সংয়োগ বন্ধ ছিল। গ্রাহক সেবায় আমাদের প্রচেষ্ঠা অব্যাহত আছে। Attachments area

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment