রাণীনগরে বিষ ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

 স্টাফ রিপোর্টার, নওগাঁ:

নওগাঁর রাণীনগরে বিষ ট্যাবলেট খেয়ে তুলশি দাস (২৫) নামের একজন আত্মহত্যা করেছে। রাণীনগর থানাপুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এব্যাপারে রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, বুধবার রাতে উপজেলার বড়গাছা-কুমুরিয়া গ্রামের রমেশ চন্দ্র দাসের ছেলে তুলশি দাস সবার অজান্তে বিষ ট্যাবলেট খেয়ে বাড়ির বারান্দায় ছটফট করতে লাগলে বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথি মধ্যে তিনি মারা যান। খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তুলশি দাস কি কারণে আত্মহত্যা করেছে তা এরিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment