গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের বিচারে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে গ্রাম আদালত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে সারা দেশের ন্যায় গ্রাম আদালত “অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে,চলো যায় গ্রাম আদালতে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।প্রত্যেক মাসের ন্যায় গত সোমবার ও গতকাল বৃহ:বার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সম্মেলন কক্ষে বিচার কাজ অনুষ্টিত হয়েছে। এসময় বিচারকের দায়িত্বপালন করেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম রানা।ইউনিয়ন গ্রাম আদালতের সচিব মো.আব্দুল গফুর ও ইউনিয়ন গ্রাম আদালত সহকারী মো.শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য তেরা মিয়া তেরাব, মো.আবুল কালাম,গন্ধর্ব্বপুর গ্রামের মো.কাওছার আহমদ, মো.কামরুল ইসলাম,বাজার ব্যবসায়ী আনোয়ার মিয়া,নারকেলতলা গ্রামের মিনার মিয়া,বাগময়না গ্রামের মম্বশর মিয়া, নোয়াগাঁও গ্রামের সুজন মিয়া,সাংবাদিক গোলাম সারোয়ার,জুয়েল আহমদ সহ বাদী বিবাদী বৃন্দ।বিচার কাজ পরিচালনা করে উভয় পক্ষের মধ্যে জবানবন্দী শুনে গ্রাম আদালতের আইনে সমাধান করা হয়। রানীগঞ্জ ইউনিয়ন গ্রাম আদালত সূত্রে জানা যায়, সারা দেশের ন্যায় ২০১৭ সালের জুলাই মাসের এক তারিখে থেকে গ্রাম আদালতের সক্রিয়করনের ২য় পর্যায় প্রকল্পের কাজ শুরু হয়। শুরুতে ব্যাপক সাড়া পরে ইউনিয়ন জুড়ে।এখনো পর্যন্ত ৩৯টি মামলা রেকর্ড করা হয়েছে। ৩৩টি মামলা সমাধান করা হয়েছে। বাকী ৬টি মামলা প্রক্রিয়াধিন রয়েছে। এ ব্যাপারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সহকারী মো.শরিফুল ইসলাম বলেন, গ্রাম আদালত সম্পর্কে ইউনিয়ন পরিষদে সেবা গ্রহন করতে পারবে গ্রাম আদালত ইউনিয়ন পরিষদেই কাজ করে।গ্রামের নারী-পুরুষ সবাই এর সেবা পেতে পারে।এছাড়াও স্থানীয়ভাবে সহজে কম খরচে দ্রুত বিরোধ নিষ্পত্তি করা হয়।এবং ৭৫ হাজার টাকা মূল্যমানে ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি হয়ে থাকে ও কোন আইনজীবি দরকার হয়না।নিজেই প্রতিনিধি মনোয়ন করতে পারবে এবং বিচারিক কাজে অংশগ্রহণ করবেন। আমরা আশাকরী আমাদের ইউনিয়নে গ্রাম আদালতের কার্জক্রম সারা বাংলাদেশের মধ্যে শেষ্ট হবে। এ ব্যাপারে গ্রাম আদালতের বিচারক শহিদুল ইসলাম রানা বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কাজ করছে।গ্রাম আদালত ৭৫ হাজার টাকা মুল্যেমানের ফৌজদারী ও দেওয়ানি বিরোধ নিস্পত্তি করতে পারবে।আদালতে ফৌজদারী মামলার ফি ১০ টাকা ও দেওয়ানী মামলার ফি ২০ টাকা।বাংলাদেশ সরকার ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপির সহায়তায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্য়ায়) প্রকল্প দেশের ১হাজার আশি টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পারিচালনায় সার্বিক সহযোগিতা করছে। আমাদের ইউনিয়নে গ্রাম আদালতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।আমরা আশাবাদি আগামী দিনে গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়নের সকল মামলার সমাধান করতে পারবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment