ছাতকে ইউপি চেয়ারম্যান সাহেলসহ ৭জনের কারাদণ্ড

হাবিবুর রহমান নাসির দক্ষিণ ছাতক প্রতিনিধি :

ছাতকের সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলসহ ৭জনকে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সুনামগঞ্জ দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন। মামলার দন্ডপ্রাপ্ত অন্য আসামীরা হলেন, কামারগাঁও গ্রামের আবুল হাসনাত (২৮), গহরপুর গ্রামের বাবুল মিয়া (৩০), কালিপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৩০), গহরপুর গ্রামের জসিম উদ্দিন (৩২), কালিপুর গ্রামের আবুল খয়ের (৪০) ও সাতগাঁও গ্রামের শাহিন মিয়া (৩৫)। মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ১০আগস্ট উপজেলা পরিষদের সমন্বয় সভা শেষে পরিষদ চত্বরে উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদসহ কয়েকজন আওয়ামীলীগ নেতার উপর অতর্কিত হামলা চালায় ইউপি চেয়ারম্যান সাহেলসহ তার সহযোগীরা। এ ঘটনায় বিল্লাল আহমদ বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। এদিকে ইউপি চেয়ারম্যান সাহেলের উপর বিল্লাল আহমদ ও তার সহযোগিরা হামলা করেছে বলে ছাতক থানায় বিল্লাল আহমদকে প্রধান আসামী করে একই ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment