সান্তাহারে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী

 স্টাফ রিপোর্টার, নওগাঁ ঃ

’সবুজে বাঁচি,সবুজ বাঁচাই,নগর-প্রাণ- প্রকৃতি সাজাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ সান্তাহার শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহসপ্রতিবার সান্তাহার বিপি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সান্তাহার এসএমই/কৃষি শাখার এফ এ ভিপি ও শাখা প্রধান মোঃ মনিরুজ্জামান খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য আলহাজ¦ এস.এম জাহিদুর বারী। বিশেষ অতিথি ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু,বিপি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খানম,ব্যাংকের বগুড়া জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ ফরিদ উদ্দিন, বগুড়া জোনাল অফিসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খন্দকার মোঃ মনিরুল আল মামুন, সান্তাহার এসএমই/কৃষি শাখার প্রজেক্ট অফিসার কে এম এ আলী আকবর ফারুক,জুনিয়র ইউনিট অফিসার মোঃ মাহবুবুর রহমান প্রমূখ। পরে প্রধান অতিথি প্রকল্পের সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করেন এবং বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন। উল্লেখ্য, ইসলামী ব্যাংক সান্তাহার শাখা চলতি বছরে ৩৭০০ বনজ ও ফলজ গাছের চারা বিতরণের কর্মসূচী গ্রহণ করেছেন।#

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment