রাজনীতিকে ভয় কেন আমিরের?

‘রাজনীতি’ ভয় পান বলিউড তারকা আমির খান। তিনি মনে করেন, এ কাজ তাঁর নয়। বরং সিনেমার মধ্য দিয়েই নিজের প্রভাব খাটাতে চান এ অভিনেতা। সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কথাগুলো বলেন এ অভিনেতা।

আমির খান বলেছেন, ‘আমি রাজনীতিবিদ হতে চাই না। আমি এ কাজের জন্য যথাযথ লোক নই। আমি কেবল একজন সূত্রধর। রাজনীতি নিয়ে আগ্রহ নেই আমার, বরং ভয় পাই, কে না পায় বলেন? এসব থেকে দূরে থাকতে চাই। আমি একজন সৃজনশীল লোক। আমি চাই মানুষকে আনন্দ দিতে। সৃজনশীল মানুষ হিসেবে বরং আমি আরও বেশি কাজ করতে পারব।’

অবশ্য এরই মধ্যে জনসচেতনতামূলক নানা কাজে দেখা গেছে আমির খানকে। পানি সংরক্ষণ বিষয়ে মানুষকে সচেতন করছেন এ অভিনেতা। নিজের ‘পানি ফাউন্ডেশন’-এর মাধ্যমে মহারাষ্ট্রে অনেক দিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছেন এ অভিনেতা। যদিও সেটার উদ্দেশ্য ছিল তৃণমূল মানুষকে পানি সংরক্ষণ এবং সেচ ব্যবস্থাপনার ধারণা দেওয়া।

আমির খানআমির খানআমির খান বলেন, ‘মানুষ যেদিন পানির ঘাটতিবিষয়ক বিপদ সম্পর্কে বুঝতে শিখবে, সেদিন থেকে আর এ সমস্যাটি থাকবে না। মানুষকে নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। এ আন্দোলনকে হতে হবে মানুষের আন্দোলন। আমরা শুধু তাদের উজ্জীবিত করব। আমরা চেয়েছি, এতে যেন আরও মানুষ যুক্ত হয়।’

আমির খান মনে করেন, মানুষের জীবনযাপনের অভ্যাসের কারণেই পরিবেশ বিপর্যয় দেখা দিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের সেলফোন, টেলিভিশন সেট, কম্পিউটার ব্যবহার করা বাদ দেওয়া উচিত, সিনেমা দেখা ছেড়ে দেওয়া উচিত। আমাদের জীবনযাপন যন্ত্রনির্ভর হয়ে গেছে। কত কী যে ব্যবহার করছি আমরা, তার ঠিক নেই। ভালোভাবে বেঁচে থাকতে হলে এগুলো নিয়ে নতুন করে ভেবে দেখতে হবে। নিজেদের দুরবস্থার জন্য সরকারকে দোষ দেওয়া সহজ। নাগরিকদের সবার অংশগ্রহণ ছাড়া তাদের অবস্থার পরিবর্তন হবে না। পরিবর্তন আসবে, যদি আপনারা এর সমাধানের অংশ হন।’

আমির খানকে শিগগিরই দেখা যাবে ‘থাগস অব হিন্দোস্থান’ ছবিতে। ছবিতে তাঁর সহশিল্পীদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ প্রমুখ। ইন্ডিয়ান এক্সপ্রেস

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment