রাজনীতিকে ভয় কেন আমিরের?

‘রাজনীতি’ ভয় পান বলিউড তারকা আমির খান। তিনি মনে করেন, এ কাজ তাঁর নয়। বরং সিনেমার মধ্য দিয়েই নিজের প্রভাব খাটাতে চান এ অভিনেতা। সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কথাগুলো বলেন এ অভিনেতা। আমির খান বলেছেন, ‘আমি রাজনীতিবিদ হতে চাই না। আমি এ কাজের জন্য যথাযথ লোক নই। আমি কেবল একজন সূত্রধর। রাজনীতি নিয়ে আগ্রহ নেই আমার, বরং ভয় পাই, কে না পায় বলেন? এসব থেকে দূরে থাকতে চাই। আমি একজন সৃজনশীল লোক। আমি চাই মানুষকে আনন্দ দিতে। সৃজনশীল মানুষ হিসেবে বরং আমি আরও বেশি কাজ করতে…

বিস্তারিত