কচুয়ায় অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ভস্মীভূত

কচুয় (চাঁদপুর) প্রতিনিধি ॥

কচুয়া পৌর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ভস্মীভ’ত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বুধবার ভোরে খাবার হোটেলের গ্যাস চুলা থেকে অগ্নিকান্ডের ফলে দ্রুত আগুন ছড়িয়ে পরে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কচুয়া ও শাহরস্থির দুটি দল ,কচুয়া থানা পুলিশসহ টানা দুঘন্টা পরিশ্রম করে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে খাবার হোটেল ,মনোহরীসহ ১০টি দোকান পুড়ে যায় । এসময় উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ ,কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন,পুলিশ পরিদর্শক(তদন্ত )মোহাম্মদ শাহজাহান কামাল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাজার পরিদর্শন করেন। ক্ষতিগ্র্রস্থদের দাবী অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্থতা হল মফিজ হোটেল,মোবারক হোটেল,জহির মুদি দোকান,দলিল লিখক মোস্তফার অফিস,শিপন চুনের আরৎ,শাহআলম মুদি দোকান,শাহজালাল সুপারি আরৎ,হেদায়েতুল্লার হাড়ি পাতিলের দোকান,তৈয়ব আলীর পানের দোকান। কচুয়া : ছবি: কচুয়া পৌর বাজারে অগিনকান্ডে ভস্মীভ’তের একাংশ ।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment