চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদক সম্রাট মালেক ফেন্সিডিল সহ  আটক। 

মামুন মোল্লা,চুয়াডাঙ্গা (১৯/০৯/১৮)
চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাট মালেককে ২০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়েছে।জানা যায়, দর্শনা হল্ট চাঁদপুর  এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আঃ মালেক(৪০)দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের রমরমা বানিজ্য করে আসছিল।কয়েকবার তাকে আটকের চেষ্টা করে ব্যর্থ হয় পুলিশ। এলাকায় গুঞ্জন ও ছিলো প্রভাবশালী মহলের ক্ষমতার দাপট দেখিয়ে এবং প্রশাসনকে ম্যানেজ করে মালেক মাদেকর রমরমা ব্যবসার প্রসার ঘটিয়ে চলছিল। এমতাবস্থায় গতকাল মঙ্গলবার(১৮ সেপ্টম্বর)  দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে  এসআই(নিঃ) উত্তম ভট্টাচার্য্য সঙ্গীয় অফিসার এএসআই মহিউদ্দিন, এএস আই মোঃ কামরুজ্জামান, শফিউল আলম,  নাহিদ জামান, দামুড়ুহুদা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মালেককে ২০ বোতল ফেন্সিডিল সহ আটক করতে সক্ষম হয়। এবিষয়ে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment