নবাবগঞ্জে দেবরদের পিটুনিতে গৃহবধূ আহত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রওশন আরা (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছে দেবররা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গালিমপুর ইউনিয়নের সোনা হাজরা যবুকালী গ্রামে এ ঘটনা ঘটে। রওশন আরা ঐ গ্রামের নান্নু মিয়ার স্ত্রী। তাদের ঘরে তিনটি ছেলে সন্তান রয়েছে। ঐ গৃহবধূর বাবার বাড়ির পরিবারের অভিযোগ, রওশন আরাকে স্বামী থেকে বিচ্ছিন্ন করতে স্থানীয় একটি চক্র কুৎসা রটাচ্ছে। গৃহবধূর ছোট ভাই মো. জসিম অভিযোগ করেন, প্রবাসী স্বামী নান্নু মিয়া গত ৯মাস আগে বাড়িতে আসেন। স্থানীয় ভাবে কথিত রয়েছে, “নান্নু মিয়া ২য় বিয়ে করেছেন। স্থানীয় একটি চক্র ১ম স্ত্রী রওশন আরাকে বাড়ি থেকে বের করতে বিভিন্ন অজুহাত সৃষ্টি করছেন। একাধিক বার তাকে মারধর করে আহতও করা হয়। যাতে ২য় স্ত্রীকে ঘরে তোলা যায়। ঘটনা সূত্র, বৃহস্পতিবার স্কুল পড়–য়া বড় ছেলে রিফাতের জুতা কিনে দেওয়ার কথা ছিল বাবা নান্নু মিয়ার। এনিয়ে দেবর আরিফ ও সাইদুল ক্ষিপ্ত ছিল। দুপুরে গৃহবধূ রওশন আরার সাথে এবিষয় নিয়ে দেবরদের কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে দেবররা এলোপাতারি কিলঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে রওশন আরাকে। স্কুল থেকে ফিরে মাকে মারধর করতে দেখে ছেলে রিফাত থামাতে যায়। এসময় চাচারা রিফাতকেও মারধর করে আহত করে। বিকালে স্থানীয়রা তাদের মুমুর্ষ অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। এবিষয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment