জগন্নাথপুরে মোটর সাইকেল চোর ও মাদকাসক্ত গ্রেফতার

 মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে মোটরসাইকেল চোর চুনু(৩৭) ও মাদকসেবী করিম(৪২)কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ। থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান, এসআই লুৎফূর রহমান ও এএসআই ফিরোজ মিয়া সহ এক দল পুলিশ ২২শে সেপ্টেম্বর শনিবার জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুরে বিশেষ অভিযান পরিচালনা করে একটি চোরাই ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করেন এবং মোটর সাইকেল চুরির সাথে জড়িত এই গ্রাম নিবাসী মৃত লস্কর মিয়ার ছেলে চুনু মিয়া(৩৭)কে গ্রেফতার করেছেন। এছাড়াও মাদকাসক্ত অবস্থায় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া কবিরপুর গ্রাম নিবাসী মৃত প্রতাব আলীর ছেলে আব্দুল করিম (৪২)কে প্রায় ১.৫ মি. লি দেশীয় তৈরি চোলাই মদ সহ জগন্নাথপুর পৌরপয়েন্ট হইতে গ্রেফতার করেন। উক্ত বিষয়ে জগন্নাথপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উভয় আসামীকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment