নওগাঁর মহাদেবপুরে সরকারি গাছ কাটার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ নওগাঁর মহাদেবপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সরকারি দুটি তালগাছ কাটার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চককন্দর্পপুর গ্রামে এ গাছ কাটার ঘটনা ঘটে। এ বিষয়ে ওই গ্রামের সচেতন নাগরিক আব্দুল হাই সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রাড়ীপাড়া মৌজার ১নং খাস খতিয়ানভূক্ত ১৫১নং দাগের জমি থেকে গত ২২ সেপ্টেম্বর শনিবার সকালে চককন্দর্পপুর গ্রামের বাসীন্দা প্রভাবশালী ইজু মোল্লা ও তার ৪ ছেলে একাব্বর আলী, হায়দার আলী, বাচ্চু হোসেন, ইউসুফ আলী প্রায় ১০হাজার টাকা মূল্যের ২টি তালগাছ কর্তন করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন পারভেজ সাংবাদিকদের বলেন, তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment