ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতি মামলার আসামী গ্রেফতার, অস্ত্র গুলি উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ডাকাতি মামলার আসামী গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে অস্ত্র-গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে জেলার কালীগঞ্জ উপজেলার কোলা বাজার এলাকা থেকে বোরাক লস্কর নামের এ ডাকাত কে আটক করা হয়। আটককৃত ডাকাত পাশ্বর্বতি মাগুরা জেলার শালিখা উপজেলার পিপরুল গ্রামের সোনা উল্লাহ লস্করের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ আজ রোববার ভোরে জেলার কালীগঞ্জ উপজেলার কোলা বাজার এলাকায় তল্লাসী চালায়। তল্লাসীকালে গোয়েন্দা পুলিশ একাধিক ডাকাতি মামলার আসামী বোরাক লস্করকে গ্রেফতার করে। এ সময় তার স্বীকারোক্তিতে পুলিশ ঐ এলাকার পাশের একটি চাতালে লুকিয়ে থাকা একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ২টি অস্ত্র তৈরীর সারঞ্জম উদ্ধার করে। পুলিশ আরও জানায়, আটককৃত ডাকাতের বিরুদ্ধে মাগুরার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অপরদিকে জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলার ছয়টি উপজেলা থেকে এক জামায়াত কর্মী, দুই মাদককারবারীসহ বিভিন্ন মামলায় ৮২জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment