নাসিরনগর হরিপুরে আওয়ামীলীগের ১১ জনের বিশাল সমাবেশ।

 মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,,ব্রাহ্মণবাড়িয়া:

৩০ সেপ্টেম্বর ২০১৮ রোজ রবিবার বিকাল ৪ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় বাজারে আগামী একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এলাকায় গণসংযোগ শেষে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মেহের আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওরা ১১ জনের পক্ষে ও বর্তমান সাংসদের বিপক্ষে অবস্থান নেওয়া নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এখতেশামুল কামাল কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া, কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এমবি কানিজ, ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক মো: আলী আশরাফ। সাবেক নাসিরনগর উপজেলাআওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আহাদ। এ ছাড়াও এ সময়ে বক্তব্য রাখেন হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় লোকে লোকারন্য হয়ে পড়ে হরিপুর বাজার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment