উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: মাহবুবুর রহমান

নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মাহবুবুর রহমান বলেছেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। শুক্রবার বিকেল ৫ টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন মুন্সীনগর প্রগতি সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ তিনি বলেন, অাওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়৷ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অামাকে ঢাকা জেলার উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। অামি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো৷ চেয়ারম্যান অারো বলেন, সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা জয়ী হলে উন্নয়নের জয় হবে৷ ক্লাবের সভাপতি হাজী নূর মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা শিমু, চুড়াইন ইউপি চেয়ারম্যান অাব্দুল জলিল বেপারী প্রমুখ৷ অারো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, স্থানীয় সমাজ সেবক সাইদুর রহমান প্রমূখ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়৷ পরে অতিরিক্ত সময়ে ট্রাইব্রেকারে মরিচপট্রি মুসলেম অালী শিক্কু স্মৃতি সংঘ ৫-৪ গোলে মদনখালী ফ্রেন্ডস্ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়৷ খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপ দলকে পুরস্কার দেওয়া হয়৷

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment