পঞ্চগড়ের মাটিতে চায়ের পাশাপাশি কমলা চাষে উজ্জ্বল সম্ভাবনা

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের মাটিতে চায়ের পাশাপাশি কমলা চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে । বাসাবাড়ি ও স্বল্প পরিসরে ছোট ছোট চা বাগানে আশানুরুপ কমলার গাছে ফলন আসায় কৃষকের হাসি ফুটেছে। পঞ্চগড়ের তেতুলিয়া সদরের কাজীপাড়া গ্রামে পরীক্ষামূলক ভাবে ২০১৪ সালে আড়াই একর জমিতে চায়ের পাশাপাশি ২৫০টি কমলার চারা নিয়ে বাগানে লাগান । পঞ্চগড়ের এই চাষী তার ছোট চা বাগানে কমলার চারা গড়েন তোলেন। চা গাছের শেডে বাগান সাজালেন তিনি কমলালেবুর গাছ দিয়ে। এবার সেই গাছে অনেক ফল ধরেছে। আর যেটা দেখে চোখ ও মন দুটিই জুড়াচ্ছে। পঞ্চগড়ের তেতুলিয়ার চাষী মান্নার কমলা নিয়ে তাই জোর হইচই পড়ছে এলাকাটিতে । অন্য ছোট চা চাষিরা চাইছে একই পথে হাঁটতে। এই বাগাবে দেখতে শুরু হয়ে গেছে পাইকারদের আনাগোনা। হাজির ট্যুর অপারেটররাও। এই অর্থকরী ফসলকে আরো বেশি করে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অফিস । এই ভাবনার চাষী মান্না বলেন, আগে চা বাগানের শেড ট্রি হিসেবে প্রথমে ঘোড়ানিম গাছ লাগাই। পরে সেই গাছ কেটে নতুন করে তেজপাতা গাছ। আমি বরাবরই এক্সপেরিমেন্ট করার পক্ষে। তাই ৪ বছর আগে কৃষি অফিসের থেকে কমলার চারা নিয়ে এসে বাগানে লাগাই। পরের বছর থেকেই তাতে অল্প করে কমলা ফলে। এই বছর অভাবনীয় ফলন হয়েছে। তিনি আরো বলেন, যদি আরো সুযোগ-সুবিধা পেলে এলাকার লোকজন চায়ের পাশাপাশি কমলা চাষে আগ্রহী হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment