কেরানীগঞ্জে থানা থেকে রিমান্ডের আসামী পালিয়েছে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

দক্ষিন কেরানীগঞ্জ থানা থেকে রিমান্ডের আসামী পালিয়েছে। শুক্রবার সন্ধায় এ ঘটনা ঘটে। পলাতক আসামীর নাম সোলেমান হোসেন মন্টি (২৮)। সে কদমতলীর জিয়া নগরে বসবাস করে, তার বাবার নাম মানিক চান। জানা গেছে, বৃহস্পতি বার সকাল বেলা মাদক ব্যবসায়ী মন্টিকে কদমতলী নুর ইসলাম কমান্ডার চত্বর থেকে গ্রেফতার করে দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই আজহারুল হক। আটক হওয়ার সময় মন্টির কাছ থেকে পুলিশ ২৫০ পুরিয়া হিরোইন এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করে। বৃহস্পতিবার ই মন্টির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় এস আই গোলাম মোস্তফাকে। বৃহস্পতি বার দুপুরেই মন্টিকে আদালতে নিয়ে গিয়ে মন্টির বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত মন্টির ১ দিনের রিমান্ড মঞ্জুর করলে এস আই গোলাম মোস্তফা মন্টিকে থানায় নিয়ে আসে। শুক্রবার সন্ধ্যায় হাজত থেকে এস আই গোলাম মোস্তফা মন্টিকে জিঞ্জাসা বাদের জন্য তার রুমে নিয়ে আসেন। জিঞ্জাসাবাদ শেষে আসামীকে নিয়ে হাজতের দিকে যাবার সময় এস আই মোস্তফাকে ধাক্কা দিয়ে দৌড় দেয় মন্টি। পরক্ষনেই হ্যান্ডকাপ সহকারে থানার সামনের সড়কে উঠে পালিয়ে যায় আসামী। এ বিষয়ে কথা বলার জন্য এস আই গোলাম মোস্তফার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিং এ ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এস আই আজহারুল হক। আলতাফ হোসেন মিন্টু।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment