নবাবগঞ্জে প্রবীণ ও প্রতিবন্ধীদের বার্ষিক সমাবেশ

 নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের ৬টি হিতৈষী ক্লাবের সদস্যদের নিয়ে দিনব্যাপী বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নয়নশ্রী ইউনিয়নের ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে ১৫০জন সদস্য অংশগ্রহন করেন। এতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ লটারীতে বিজয়ী ৪০ জনকে পুরস্কৃত করা হয়। বেসরকারী এনজিও সংস্থা ‘কারিতাস’ ঢাকা অঞ্চলের অধীনে এসডিডিবি প্রকল্প দীর্ঘদিন যাবত এলাকার পিছিয়ে পড়া প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। সমাবেশে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য নূরজাহান বেগম, সভাপতি মো. হাজী আব্দুল করিম, প্রধান শিক্ষক মো. আব্দুল মাজেদ, প্রধান শিক্ষক কেশব চন্দ্র মন্ডল, প্রাত্তন শিক্ষক হরিদাস সরকার, যুথী স্ব-নির্ভর সংগঠনের কোষাধ্যক্ষ নরেশ চন্দ্র সরকার, স্থানীয় সমাজ সেবক- নিরাঞ্জন সরকার, প্রভুদান সরকার, কারিতাস কর্মকর্তা- মো. শফিকুল ইসলাস, মো. আব্দুল খালেক, রিচার্ড ডি সিলভাসহ প্রায় দেড় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment