জগন্নাথপুরে শিক্ষকদের “নবীন বরণ” অনুষ্ঠান সস্পন্ন

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুর প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে ২০১৮ সালের প্রাথমিক সহকারী পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার( ৬ই নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে ২০১৮ সালের প্রাথমিক সহকারী পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করতে স্থানীয় জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রাথমিক সরকারী শিক্ষক সমিতির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল হক এর পরিচালনায় “নবীন বরণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুু চাই মারমা, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুহুল আমিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক শিবলী বেগম, ফেরদৌস আহমদ, আজিজুস হক, মোরশেদুর রহমান, শাহাজাহান সিরাজী, আব্দুল কালাম, শহিদুর রহমান, নাসিমা খাতুন আতাউর রহমান, জায়েদ হোসেন, রিংকু চন্দ্র তালুদকার, শামছুল ইসলাম, এমরানা জাহান রোজিনা, মনিবুর রহমান, আব্দুল সবুর, হাবিব খান, নবাগত শিক্ষক নোমান আহমদ সাদী, সৈয়দা মাজিয়া আক্তার,নির্মলতা, তাসমীন, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জগন্নাথপুরের ৬২জন নবাগত সহকারী শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment