নানক-সাদেক গ্রুপের সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতা তুহিন গ্রেপ্তার

নানক-সাদেক গ্রুপের সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতা তুহিন গ্রেপ্তার

মনোনয়ন নিতে যাওয়ার সময় রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাদেক খানের সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে দুই যুবক নিহতের ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আরিফুর রহমান তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশর তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, শনিবার দিবাগত রাতে তারা আদাবর যুবলীগের আহ্বায়ক তুহিনকে গ্রেপ্তার করেন।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের অনুসারী হিসেবে পরিচিত আরিফুর রহমান তুহিন গত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে কাউন্সিলর পদে নির্বাচন করে আবুল হাসেম হাসুর কাছে পরাজিত হন।

এদিকে, শনিবারের ওই ঘটনায় নিহত আরিফের বাবা ফারুক হোসেন রাতে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন।

ফৌজদারি আইনের ৩০৪ ধারায় (বেপরোয়া যান চালনায় মৃত্যু) দায়ের করা ওই মামলায় অজ্ঞাত পরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দীন মীর।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের মনোনয়ন নিতে যাওয়ার সময় মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের সামনে ওই সংঘর্ষ হয়। নিহতরা হলেন, পথচারী সুজন (১৮) ও আরিফ (১৫)।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment