ঢাকা জেলা পুলিশ সুপার- তৃতীববার শ্রেষ্ঠ পুরুস্কার – শাহ মিজান শাফিউর রহমান

 ঢাকা রেঞ্জে তৃতীয় বার শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার পেলেন ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। ঢাকা জেলায় বিপুল পরিমান মাদক উদ্ধার, চাঞ্চল্যকর ক্লু-লেস মামলা রহস্য উদঘাটন আসামী গ্রেপ্তার। ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় পুরস্কার তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল-মামুন। উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, মাদক ও চোরাচালান উদ্ধার, বেশি সংখ্যক ওয়ারেন্ট এর আসামী গ্রেপ্তার। চাঞ্চল্যকর- ক্লুলেস মামলার রহস্য-উদঘাটনের জন্য তৃতীয় বার আমাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়েছে। পুরস্কার দিয়ে আমাকে উৎসাহীত করায় বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক ডঃ জাবেদ পাটোয়ারী স্যার ও ঢাকা রেঞ্জের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি স্যারকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার দেশ ও মানুষের সেবায় আমাকে অনুপ্রেরণা যোগাবে আগামী দিনগুলোতে। গত (১৩ নভেম্বর) মঙ্গলবারে মাসিক সভায় শ্রেষ্ঠ পুলিশ সুপার থেকে কনস্টেবল পর্যন্ত অফিসারের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। সফল তদন্তকারী অফিসার হিসাবে ঢাকার আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনিরুজ্জামান মোল্লা সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুরস্কার প্রদান করা হয়। পুলিশের দায়িত্ব পালনকালে লক্ষীপুর জেলায় মাদক, সন্ত্রাস আর চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়ে ছিলেন শাহ মিজান শাফিউর রহমান। সৎ ও সাহসী কর্মকর্তা হিসেবে সর্ব মহলে প্রশংসার দাবীদার শাহ মিজান শাফিউর রহমান। জনগনের মাঝে আস্থা এবং নিরাপত্তাবোধ ফিরিয়ে আনার লক্ষে জেলার বিভিন্ন থানা এলাকায়,বিভিন্ন ইউনিয়নে জনগনের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক নিয়মিত মতবিনিময় সভা করে আসছেন। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানসমূহে অংশগ্রহণ করে জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক এবং ইভটিজিং এর নেতিবাচক প্রভাব সম্পর্কে জনগণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম চালু করেন। তিনি মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খেলাধূলাসহ মাদক বিরোধী কনসার্টের আয়োজনও করেন। জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে রয়েছে তার শক্ত অবস্থান। ঢাকা জেলায় পুলিশের কনেস্টেবল পদে নিয়োগের সকল পরিক্ষায় পাশ হওয়ার পর ১০০ টাকা সরকারী কোষাগারে জমা দিয়ে নিয়োগ ব্যবস্থা করে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহ মিজান শাফিউর রহমান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment