রাউজানে মোছাহেব উদ্দিন বখতিয়ারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ

অামির হামজা রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি।।

রাউজানের গহিরা মোবারকখিলে গাউসিয়া কমিটি বাংলাদেশ আয়োজিত ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের ওপর মুনিরীয়া তবলীগ কমিটির দুর্বৃত্ত কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা। শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের ছাত্রকল্যাণ সম্পাদক ছাত্রনেতা হোসাইন মুহাম্মদ এরশাদ। সমাবেশে বক্তারা বলেন, তরিকতের মুখোশধারী মুনিরীয়া দূর্বৃত্তরা একের পর এক হামলা চালিয়ে জঘন্য নৃশংসতার জন্ম দিচ্ছে। সুন্নি সংগঠক বখতিয়ার একজন জননন্দিত ব্যক্তিত্ব। তাঁর জনপ্রিয়তা ও ব্যক্তিত্বের আকর্ষণে ভীত হয়ে তাঁর কন্ঠ রুদ্ধ করতে এই বর্বর হামলা চালানো হয়েছে। ছাত্রসেনা নেতৃবৃন্দ ২৪ ঘন্টার মধ্যে সংগঠক বখতিয়ারের ওপর হামলাকারী মুনিরীয়া সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করার দাবি জানান। একই হামলায় মারত্মকভাবে আহত হন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভার সাধারণ সম্পাদক আহমুদুল ইসলাম। তিনি বর্তমানে ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মফিজুর রহমান’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ শহিদুল আলম, চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রসেনা সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনা ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক, এম এ কাদের জাহেদ, মুহাম্মদ আব্দুল খালেক, মুহাম্মদ জাহেদুল ইসলাম, মুহাম্মদ মনির উদ্দিন, মুহাম্মদ শফিউল আকবর, মুহাম্মদ নেজামুর রহমান, মুহাম্মদ নুরুল আমিন জিকু, মুহাম্মদ তৈয়্যবুর রহমান নাফিজ, মুহাম্মদ বোরহান, মুহাম্মদ সুজন, মুহাম্মদ সাব্বির, মুহাম্মদ সৌরভ, মুহাম্মদ কুতুব উদ্দিন প্রমুখ। Attachments area

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment