ঝিনাইদহে জঙ্গী আস্তানা সন্দেহে অভিযান,  আটক- ১

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে আক্তার হোসেন সাগর নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। সে ওই বাড়ির মালিকের ছেলে। এ সময় সেখান থেকে কিছু জিহাদি বই ও একটি খেলনা রাইফেল উদ্ধার করা হয়।  এর আগে আজ বুধবার ভোর ৪টা থেকে ঝিনাইদহ সদর উপজেলার সদরের গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডাকা হয় র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিটকে। খুলনা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছালে সকাল সাড়ে ৮টায় ঘিরে রাখা বাড়িতে অভিযান চালানো হয়।বাড়িটি ঘিরে রাখার পর সেখানে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য অবস্থান নেয়। বাড়ির কয়েক শ গজের ভেতর কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। সংবাদ ছড়িয়ে পড়ার পর প্রচুর উৎসুক জনতা চারিদিকে ভিড় করতে থাকে।
ঘিরে রাখা বাড়িটির মালিক শরাফাত হোসেন। যিনি একজন কৃষক। শরাফত হোসেনের ৫ মেয়ে ও একমাত্র ছেলে আক্তার হোসেন (২৫)। সে স্থানীয় মাদরাসা থেকে দাখিল পাস করেছে। সম্প্রতি পরিবারের পক্ষ থেকে আক্তার হোসেনকে বিয়ে করানো হয়।র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালুহাটি গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়। বাড়িটি স্থানীয় কৃষক শরাফত হোসেনের। সেখান থেকে আক্তার হোসেন নামের এক জঙ্গি সদস্যকে আটক করা হয়েছে। সে বাড়ির মালিকের ছেলে। এ সময় কিছু জিহাদি বই একটি ডামি রাইফেল উদ্ধার করা হয়েছে।উল্লেখ্য, ২০১৬ সালে ঝিনাইদহে ৫টি জঙ্গি আস্তানা পাওয়া গিয়েছিল। যেখানে অভিযান চালালে দুই জঙ্গি নিহত ও প্রচুর পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। যার দুটিতে র‌্যাব এবং তিনটিতে অভিযান পরিচালনা করেছিল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment