জগন্নাথপুরের পল্লীতে অতর্কিত হামলায় পাঁচ জন আহত

 মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরের পল্লীতে গরু চুরিকে কেন্দ্র করে অতর্কিত হামলায় পাঁচ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রাম নিবাসী মোঃ ফুলকাস মিয়া ও আলী আহমদের পক্ষের লোকজনের মধ্যে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। যার জের ধরে ২০ শে নভেম্বর মঙ্গলবার আলী আহমদ পক্ষের লোকজন প্রতিপক্ষ ফুলকাছ মিয়ার পক্ষের জিয়াউর রহমান, সালমান আহমদ ও আব্দুল বাছিতের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। Attachments area

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment