করাচিতে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত

পাকিস্তানের করাচি নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় চীনা কনসুলেটের কাছে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তবে সে তথ্য যাচাই করা সম্ভব হয়নি। সন্ত্রাসীরা চীনা দূতাবাসে প্রবেশের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়ে যায় আইনশৃ্ঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায়।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ক্লিফটন এলাকার কাছে এ ঘটনা ঘটে। সেখানে অজ্ঞাতনামা বন্দুকধারীরা হামলা চালালে গোলাগুলি শুরু হয়। এরপর ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।

ক্লিফটন এলাকাটি রেড জোন হিসেবে বিবেচনা করা হয়। সে কারণে সেখানে নিরাপত্তা জোরদার থাকে সর্বদা।

শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি থেমেছে। হামলায় দুজন পুলিশ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার।

কতজন বন্দুকধারি সেখানে হামলা চালিয়েছে তা জানা যায়নি। তবে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment