করাচির চীনা কনস্যুলেটে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, নিহত ৫

করাচির চীনা কনস্যুলেটে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, নিহত ৫
  • পাকিস্তানের বন্দরশহর করাচির চীনা কনস্যুলেটে শুক্রবার বন্দুকধারীদের হামলায় দুই পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে। বাকি তিনজন হামলাকারী।
  • ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে কনস্যুলেটের বাইরে বন্দুকের গুলির শব্দ পাওয়া যায়।
  • চারজন বন্দুকধারী কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করলে চেকপয়েন্টের নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেয়। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তিনজন হামলাকারী।
  • সেখানে বিস্ফোরণ ঘটতে দেখা গেছে বলেও জানায় প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় টিভিতে প্রচারিত ফুটেজে ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলীও উড়তে দেখা যায়।
  • পুলিশ ওই জায়গাটি ঘিরে রেখেছে। চীনা কনস্যুলেটের ২১ জন কর্মীর সবাই নিরাপদ রয়েছে বলে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী।
  • বেলুচিস্তান লিবারেশন আর্মি নামের একটি বিচ্ছিন্নতাবাদী দল এই হামলার দায় স্বীকার করেছে। বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি দল আন্দোলন চালাচ্ছে।
  • বেলুচিস্তানের বিভিন্ন স্থাপনা তৈরির প্রকল্প ও চীনা কর্মীদের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা।
  • চীনের উচ্চাভিলাষী চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের কেন্দ্রে রয়েছে বেলুচিস্তান। এটির আওতায় পাকিস্তানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে চীন।
  • পাক প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবারের হামলাকে চীনের-পাকিস্তান সম্পর্কের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment