নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে মনোনয়ন পেয়েই আওয়ামী লীগের বর্ধিত সভায়

ইসরাফিল আলম স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় আত্রাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, সহ-সভাপতি আঃ সোবহান, আক্কাছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বরুন কুমার সরকার, প্রচার সম্পাদক আফসার আলী প্রামানিক, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল খালেক বিশা, মহিলা বিষয়ক সম্পাদিকা শামসুন নাহার রনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হক নাদিম, চৌধুরী গোলাম মোস্তফা বাদল, অ্যাডভোকেট জাহিদ, সদস্য আব্দুল মান্নান মোল্লা, বিপ্লব, শফিকুল ইসলাম বাবু, হাফিজুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আব্দুস সালাম ,আবু উজ্জ্বল, মমতাজ বেগম, মিতু মনি প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment