নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) প্রচারনায় এগিয়ে ইসরাফিল আলম

 স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

আত্রাই-রানীনগর নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নওগাঁ-৬ নির্বাচনী এলাকা। মাঠে নেমেই ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন প্রার্থীরা। মূল সড়ক থেকে পাড়া-মহল্লা সর্বত্রই এখন নির্বাচনী উৎসব চলছে। চারিদিকে কেবলই নির্বাচনী আবহ। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কনকনে শীত উপেক্ষা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।। ইতিমধ্যেই দলীয় সকল মতপার্থক্য ভুলে সকল পর্যায়ের নেতা কর্মীরা শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করতে মাঠে নেমে গেছে বলে দলীয় বিভিন্ন সূত্র জানিয়েছে। সাড়া পড়েছে ইসরাফিল আলমের নির্বাচনী প্রচারেঃ নওগাঁ-৬ আসনের টানা দুই বারের জাতীয় সংসদের এমপি ও জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ইসরাফিল আলম আবারও এই আসনটিতে নৌকার মাঝি। তিনি তৃতীয় বারের মত এই আসনে নৌকার মাঝি হয়েই জনগনের পাশে থাকতে চান। সেই আত্মবিশ্বাসে পাড়া-মহল্লায় দিনভর গণসংযোগ করছেন তিনি। এ সময় নৌকার স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রানীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, এলাকার উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও এলাকার আরো উন্নয়নের জন্য ইসরাফিল আলম এমপি’র বিকল্প নেই। এখন আমাদের একটাই লক্ষ্য সকল বিভেদ ভ’লে গিয়ে নৌকাকে বিজয়ী করা। আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল বলেন, আত্রাই উপজেলা আওয়ামীলীগের সকল কর্মী আজ ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয়ের লক্ষে কাজ করে যাচ্ছে। কোন প্রকার অপশক্তি এ বিজয়কে রুখতে পারবে না। জয় আমাদের সুনিশ্চিত। কারণ আত্রাই উপজেলার মানুষ শান্তিতে থাকতে চায়, উন্নয়ন চায় যা আমাদের দল আত্রাই উপজেলার মানুষকে দিয়েছে। রানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: বারিক মোল্লা বলেন, প্রচার প্রচারনার মাধ্যমে মানুষকে বুঝিয়ে উন্নয়নের কথা বলে আমরা সকলে নৌকার পক্ষে কাজ করবো। আর এতে আমি আশাবাদী এখানে ইসরাফিল আলম এমপিই নৌকা প্রতিকে বিজয়ী হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment