ভয় দেখিয়ে লাভ নেই, নারায়ণগঞ্জে খেলা হবে : মাহমুদুর রহমান মান্না

ভয় দেখিয়ে লাভ নেই, নারায়ণগঞ্জে খেলা হবে : মাহমুদুর রহমান মান্না

ওরা মনে করে রাতের বেলা ২ জন লোক গ্রেফতার করলে, ভয় দেখালে, মানুষ নিয়ে মিছিল করলে জয়যুক্ত হবে। কিন্তু তারা মোটেও জয় পাবেনা। শুক্রবার বন্দর উপজেলা সোনাকান্দা স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

মান্না বলেন, তারা বাংলাদেশ ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা খেয়েছেন। কোন ব্যবস্থা নেওয়া হয়নি। শেয়ার বাজারের শেয়ার লুট করেছেন, যার ফলে অনেক মানুষ আত্মহত্যা করেছে। এর জন্য নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এখন প্রধান মন্ত্রী বলেন কোন ভুল হয়ে গেলে মাফ করে দিবেন। আমরা ভালো মানুষ। আমরা মাফ করতে পারি। যান আমরা মাফ করে দিলাম।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে এবার খেলা হবে। তাদের জনগণের কল্যাণে কোন চিন্তা নেই। শীতলক্ষ্যা নদী পচে নষ্ট হয়ে গেছে, শ্রমিকদের মৃত্যু হচ্ছে। তাতে কারো কোনো চিন্তা নেই। ত্বকী হত্যার কোন বিচার হয় নি। তাতেও কারো চিন্তা নেই। চিন্তা করবেই বা কিভাবে? কারণ জনগণের তো কথা বলারই অধিকার নেই।

তিনি আরো বলেন, খালেদা জিয়া নাকি ২ কোটি টাকা লুট করে খেয়েছেন। তা ২ কোটি টাকা থেকে ৬ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। তা আবার ১২০ কোটিও হয়ে যাবে। ৫ বছর ধরে তাদের সৈয্য করেছি। আর সইতে পারবো না। ধৈর্যের সীমা ভেঙ্গে গেছে। এবার আমরা স্বাধীন, মুক্ত ও সোনার বাংলাদেশ চাই।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment