শীতে কাঁথা-লেপ-কম্বলের যত্ন নিবেন যেভাবে

দেখতে দেখতে চলে এসেছে শীত। পৌষের আগমনীতেই জানান দিয়েছে শীতের। সারাবছর ওয়ার্ডরোব কিংবা আলমারিতে থাকা কাঁথা-লেপ-কম্বলই শীতের সম্বল। শীতে ব্যবহারের আগে তাই এগুলোর বাড়তি যত্ন নিন।

কাঁথার যত্ন: কাঁথা পরিষ্কার করা কষ্টকর কাজ নয়। বাড়িতে অনায়াসেই কাঁথা কেচে নেওয়া যায়। তবে কাঁথা মোটা হলে তা কাচা একটু কষ্টকরই বটে। ডিটারজেন্টে ভিজিয়ে কাঁথা সহজেই কেচে নেয়া যায়। কাঁথা শুকাতে ভাল রোদের দরকার। কাঁথা কাঁচা শেষে রোদ্রোজ্জ্বল জায়গায় শুকাতে দিন।

লেপের যত্ন: লেপ যদি শিমুল তুলার হয়ে থাকে, তাহলে ধোয়া তো দূরের কথা, ড্রাই ওয়াশও করা যায় না। এক্ষেত্রে লেপ রোদে দিন। এতে লেপের উপর থাকা ধুলা পরিষ্কার হয়ে যাবে। লেপের যদি কভার থাকে, তাহলে সেটি কেচে নিন। লেপ পরিষ্কার না থাকলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা প্রবল।

কম্বলের যত্ন: কম্বল ধোয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। অধিক ক্ষারযুক্ত ডিটারজেন্টে কম্বল নষ্ট হয়ে যেতে পারে। এ জন্য কম্বল পরিস্কার করতে শ্যাম্পুতে মিনিট দশেক ধুয়ে রোদে শুকিয়ে নিন। ঝামেলা এড়াতে লন্ড্রিতে দিয়ে দিতে পারেন। সেখান থেকেই ঝকঝকে করে পাঠাবে কম্বল।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment