সরকারের ধারাবাহিকতা থাকলে বৈশ্বিক অর্থনীতিতে মডেল হবে বাংলাদেশ

বর্তমান সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে বৈশ্বিক অর্থনীতিতে উদাহরণ যোগ্য রোল মডেল হবে বাংলাদেশ। এমন পর্যালোচনাই উঠে এসেছে দেশি-বিদেশি নানান অর্থনৈতিক বিশ্লেষণে। পর্যবেক্ষকরা মনে করছেন, উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণের সরকারি নীতি বহাল রাখার জন্যই ধরে রাখতে হবে নেতৃত্বের ধারাবাহিকতা। সূত্র: সময় টিভি

সরকার পরিবর্তনের সাথেই দেশে রাতারাতি পরিবর্তন আসে রাষ্ট্রীয় নীতি কাঠামোতে, থেমে যায় উন্নয়ন প্রকল্প আর্থিক ক্ষতির বোঝা চাপে জনগণের মাথায়। বহু বছর যাবৎ এমনই নেতিবাচক রাজনীতির পুনরাবৃত্তি দেখে আসছে বাংলাদেশ। যার খেসারতে বারবার হোচট খেয়েছে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন।

এ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুর্টি গভর্ণর খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ১৯৯৬-২০০০ সাল পর্যন্ত আওয়ামী লীগ ৬০টাকার সার ২০ টাকায় বিক্রি করতো। বিএনপি ক্ষমতায় এসে সব বন্ধ করে দেয়। যারফলে আমরা খাদ্যে প্রায় স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছিলাম আবার পেছনে পড়ে গেলাম।

তিনি বলেন, আমাদের আশে-পাশের দেশ যা করছে তারচেয়ে আমরা অনেক দ্রুত এগিয়ে যাচ্ছি। এগুলো বিভিন্ন সংস্থা তাদের রিপোর্টে প্রকাশ করেছে। সেজন্য আমাদের দেশের কথা বলতে গেলে সরকারের ধারাবাহিকতা থাকাই ভালো।

গত ১০ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি, রেমিটেন্স, মাথাপিছু আয় কিংবা রিজার্ভ সকল ক্ষেত্রেই এসেছে অভাবনীয় সাফল্য। যার স্বীকৃতি হিসেবেই দেশি-বিদেশি গবেষণা সংস্থা, আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আবারও ক্ষমতায় যাবার জোড় দাবিদার আওয়ামী লীগ।

সেক্ষেত্রে একমত ব্যবসায়ীরাও বিদেশী বিনিযোগের গতি জ¦ালানি খাতের উন্নয়ন, ব্যংকিং খাতের সংস্কার ও শিক্ষিত বেকারত্ব দূরীকরণেরমতো চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকারেই আস্থা তাদের।

মিনিষ্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান রাজ্জাক খান বলেন, গত ৫ বছরে বাংলাদেশে যে পরিমান বিনিয়োগ হয়েছে, সেটাবিগত ২০ বছরেও হয়নি। হরতাল, ভাংচুর বন্ধ হয়েছে। যদি সরকার পরিবর্তন হয়, দেশের পরবর্তী পরিস্থিতি কি হবে বলা মুশকিল। এই চিন্তায় বিনিয়োগগুলো আবারও পিছিয়ে যেতে পারে।এই সরকার বিনিয়োগের খাতগুলো অনেকটা বুঝে গেছে, তাই তাদের জন্য এটার ধারাবাহিকতা রাখা অনেকটা সহজ হবে।

বৈদেশিক সাহায্য নির্ভরতা কাটিয়ে ১০ বছরে বেশকিছু ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ছাড়িয়ে গেছে সরকারি লক্ষমাত্রাও। বিশ্লেষকরা মনে করছেন এর ইতিবাচক প্রভাব পড়ার কথা ভোট বাক্সেও।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment