কাবুলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সরকারি অফিসে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। বন্দুকধারীদের হামলায় নিহতদের অধিকাংশই সরকারি কর্মচারী। সোমবার রাতের হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ২৫ জন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেছেন, নিহতদের একজন পুলিশ কর্মকর্তা ও তিনজন হামলাকারীও নিহত হয়েছেন। এসময় বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রায় সাত ঘণ্টা ধরে গোলাগুলি হয়।

এদিকে এখনও কোনো গ্রুপ ওই হামলার দায় স্বীকার করেনি।

জানা যায়, গণপূর্ত মন্ত্রণালয়ের বাইরে একটি আত্মঘাতী হামলার পর সোমবার বিকালের দিকে ওই হামলা শুরু করে বন্দুকধারীরা। এরপর বন্দুকধারীরা প্রতিবন্ধী ব্যক্তি ও শহিদ পরিবার বিষয়ক জাতীয় কর্তৃপক্ষের ভবনে ঢুকে পড়ে এবং বেসামরিক ব্যক্তিদের জিম্মি করে। ওই হামলার পর আফগান নিরাপত্তা বাহিনী ভবনের ভেতর থাকা ৩৫০ জনের বেশি ব্যক্তি উদ্ধারে প্রতিটি ফ্লোরে অভিযান চালায়।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। তার ঘোষণা অনুযায়ী সেখানে থাকা ১৪ হাজার সেনা থেকে সাত হাজার সেনাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment