মাদারীপুরে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 মাদারীপুর প্রতিনিধি:

বৈশাখী টেলিভিশনের ১৩বছর পূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে মাদারীপুর এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।এর মধ্যে ছিল আলোচনা সভা,কেক কাটা,বর্ণাঢ্য র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈশাখী টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি নিত্যানন্দ হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম,জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান,অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক,মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন,মাদারীপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ^জিৎ বৈদ্য নাদিম,সরকারী নাজিমউদ্দিন বিশ^বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হিতেন চন্দ্র মন্ডল,মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক ইয়াকুব খান শিশির,মাদারীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক প্রানতোষ মন্ডল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ ও মঞ্চের অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে মাদারীপুর জেলার চারটি উপজেলার সাংবাদিকদের উদ্যোগে দুপুরে আরেকটি র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সামনে এসে শেষ হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment