সাভারে জাল নোটসহ দুই ব্যক্তি আটক

মোহাম্মদ আব্দুস সালাম রুবেল 

ঢাকার সাভার পৌর এলাকা কামাল গার্মেন্টস রোডে ২৫ জানুয়ারী সন্ধা ৭টার দিকে ভাই ভাই টেলিকম রুবেলের দোকান থেকে বিকাশে ১ হাজার টাকা পাঠায় লালন মিয়া(২৮)। লালন মিয়া র বিকাশে পাঠানো ১ হাজার টাকা পরিশোধ  করা অবস্থায়  ধরা পড়ে জালনোটসহ। 
স্থামীয় রস্তম মিয়া বলেন তিনি রুবেলের দোকানে মোবাইলে রিচার্জ করার জন্য গিয়ে দেখেন লালনের  কাছে ২ টি জালনোট ১  হাজার টাকার। 
লালন মিয়াকে স্থানীয়রা আটক করে  সাভার মডেল থানায় সংবাদ দিলে পুলিশ এসে লালন ও তার একসহযোগীকে জালনোটসহ  থানায় নিয়ে যায়। 
দোকানের মালিক রুবেল বলেন রাত ৭ টার দিকে ১ হাজার টাকা বিকাশে পাঠাতে বলে নাম্বার দেয় লালন। টাকা পাঠানোর পর লালন ১ হাজার টাকার জাল নোট দিলে তাকে আটক স্থানীয়রা। 
সাভার মডেল থানার উপপরিদর্শক শেখ তারিকুল ইসলাম বলেন সাভার মডেল থানায় স্থানীয়রা সংবাদ দিলে লালন ও তার একসহযোগীকে ২ টি ১ হাজার টাকার জালনোটসহ থানায় নিয়ে আসে। লালন মিয়ার বাড়ি  ফরিদপুর তার সহযোগীর বাড়ি মাগুড়া বলে জানায় পুলিশ। 
সাভার মডেল থানায় ২৫ জানুয়ারী  রাতে রস্তম আলী  বাদী হয়ে অভিযোগ দিলে ২জনকে আসামী করে মামলা  রেকর্ড হয়। 
পুলিশ আর ও বলেন দুইজনে ৫ দিনের রিমান্ড চেয়ে আজ সকালে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment